নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। ভোর ৫:৩৬। ২২ জুলাই, ২০২৫।


Girl in a jacket

নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৫ ৭:৫১
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে নিখোঁজের দুই দিন পর সুইট খান (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার বিজয়পুর চৌকিদার মোড়ের এক পাটখেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুইট ওই এলাকার আব্দুর রহমানের ছেলে।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কেন দেখা করলেন শাকিবের নতুন সিনেমার প্রযোজক

জানা যায়, শনিবার সন্ধ্যায় সুইট বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হয়ে আর ফেরে না। দুই দিন যাবত অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায় না তার পরিবার।

এ ঘটনার দুই দিন পর সোমবার স্থানীয় একটি পাটের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশটাকে পেলাম সেটাকে নতুন করে গড়তে চাই’-উপদেষ্টা শারমীন এস মুরশিদ

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, সোমবার সকালে সুইটের পরিবারের লোকজন থানায় এসে তার নিখোঁজের বিষয়টি জানায়। এর কিছুক্ষণ পরেই ওই এলাকায় মরদেহ পাওয়ার খবর পাই। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ কাজ শুরু করল চীন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।