নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ২:১২। ১২ অক্টোবর, ২০২৫।

নিখোঁজের ৪ দিনপর ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

অক্টোবর ১০, ২০২৫ ১০:১৭
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের ৪ দিনপর মাসুম বিল্লাহ (১৯) নামে এক ভ্যানচালক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ১০ অক্টোবর বিকালে শার্শার পার্শ্ববর্তী যশোরের ঝিকরগাছার উপজেলা নাভারণ ইউনিয়নের বায়সা চাঁদপুর এলাকার প্রবাসী রবিউল ইসলামের নবনির্মিত ভবন থেকে তার মরদেহটি উদ্ধার করেন ঝিকরগাছা থানা পুলিশ।

নিহত ভ্যানচালক যুবক মাসুম বিল্লাহ শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের উলাশী গ্রামের আজিজ খাঁনের ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

পুলিশ জানায়, নবনির্মিত একটি ভবন থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভেতরে ঢুকে অর্ধগলিত মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ঝিকরগাছা থানায় নিয়ে যায়। এরপর নিহতের পিতা আজিজ খাঁনকে খবর দিলে তিনি এসে মরদেহটি তার ছেলে মাসুম বিল্লার বলে সনাক্ত করেন।

আরও পড়ুনঃ  জন্মসনদ থাকুক বা না থাকুক, প্রতিটি শিশুকে টিকা দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

এর আগে গত (৬ অক্টোবর) সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মাসুম বিল্লাহ। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেননি। পরে পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি পর মাসুম বিল্লাহকে না পেয়ে গত (৭ অক্টোবর) শার্শা থানায় একটি সাধারণ ডাইরি করেন মাসুম বিল্লাহর পিতা আজিজ খাঁন।

আরও পড়ুনঃ  সোহেল হত্যা মামলার আসামী আটক

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী প্রতিবেদককে জানান, মরদেহে উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভিকটিমের কাছে থাকা ভ্যানটি ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।