নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। দুপুর ২:৫৫। ১৫ মে, ২০২৫।

নিজের বোলিং নিয়ে যা বললেন সিরিজসেরা শান্ত

মে ১৫, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ ইংল্যান্ডের চেমসফোর্ডে দারুণ জয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করল বাংলাদেশ। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও পরের দুই ম্যাচে জিতেছে তামিম ইকবালের দল। ফলে টাইগাররা ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে। তিন ম্যাচে ১৯৬ রানের সঙ্গে বল হাতে একটি উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুনঃ  স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে হামজা চৌধুরী

প্রথম ওয়ানডেতে ৪৪ রানের পর শান্ত দ্বিতীয় ওয়ানডেতে খেলেন ৯৩ বলে ১১৭ রানের ইনিংস। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩২ বলে ৩৫ রান করে থামেন এই বাঁহাতি। পাশাপাশি ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একটি ব্রেক থ্রো এনে দিয়েছেন, ৩ ওভারে রান দিয়েছেন মাত্র ১০। সিরিজসেরার পুরস্কার নেওয়ার সময় শান্ত কথা বলেছেন তার বোলিং নিয়ে।

আরও পড়ুনঃ  ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন স্কালোনির, প্রতিক্রিয়ায় যা বললেন

নিয়মিত বোলিং অনুশীলন করছেন জানিয়ে শান্ত বলেন, ‘আমি প্রক্রিয়া অনুসরণ করেছি। রঙ্গনা হেরাথের সঙ্গে অনেক অনুশীলন করেছি, স্পিন বোলিং কোচকে অনেক ধন্যবাদ। অধিনায়ক বললেন আমি বল করব। বোলিংয়ের সময় মিরাজ আমাকে অনেক সাহায্য করেছে। আমি তার নির্দেশনা অনুসরণ করেছি। আমি মিরাজের অ্যাকশন অনুসরণ করার চেষ্টা করেছি, কিন্তু পুরোপুরি হয়নি।’

আরও পড়ুনঃ  টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত

শান্ত আরো বলেন, ‘আমি তাকে (অধিনায়ক) বলি আমাকে বল করতে দেওয়া উচিৎ। আমি এখনো অলরাউন্ডার না, তবে তিনি সম্ভবত এখন বিশ্বাস করবেন যে, আমি বল করতে পারি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।