নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ১০:৫৯। ৩ জুলাই, ২০২৫।

নিয়ামতপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

জুলাই ২, ২০২৫ ৩:৫৯
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৯টি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার ০২ (জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  ভাংগা সার্কেল অফিস ও ভাংগা থানা পরিদর্শনে ডিআইজি

ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, গত ১৭ মে উপজেলার উপর দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। এতে প্রায় শতাধিক বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি হয়। এর মধ্যে প্রায় ৪৯টি পরিবারের বাড়ি-ঘর লন্ডভন্ড হয়ে যায়। কিছু বাড়িঘর আংশিক ক্ষতি হয়।

আরও পড়ুনঃ  ইসরায়েলের ‘গণহত্যায়’ জড়িত যেসব কোম্পানি, তালিকা দিলো জাতিসংঘ

ইউএনও মুর্শিদা খাতুন বলেন, আমরা আজ ৪৯টি পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ প্রত্যেককে ১বান্ডেল ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা বিতরণ করা হয়েছে। তবে এ কার্যক্রম চলমান থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।