নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৯:১৬। ১১ সেপ্টেম্বর, ২০২৫।

নিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

সেপ্টেম্বর ১১, ২০২৫ ৫:০৩
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সকল মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নিয়ামতপুর থানা হল রুমে নিয়ামতপুর থানা পুলিশ এ সভার আয়োজন করে।

আরও পড়ুনঃ  সবুজ শক্তির পথে বাংলাদেশ: সম্ভাবনার ভোরে টেকসই ভবিষ্যতের অভিযাত্রা

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর-মান্দা সার্কেলের সিনিয়র সরকারী পুলিশ সুপার মোঃ জাকিরুল ইসলাম। সভাপতিত্ব করেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। সঞ্চালনা করেন পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম।

আরও পড়ুনঃ  প্রজ্ঞাপন অনুযায়ী মজুরি দেয় না রাসিক, কর্মচারীদের বিক্ষোভ

সভায় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ভীম চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক যোগেশচন্দ্র, পাশাপাশি উপজেলার ৫৭টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক।

আরও পড়ুনঃ  বদরুদ্দীন উমর আর নেই

বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সর্বস্তরের সহযোগিতা কামনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।