নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১:৪৯। ১৪ মে, ২০২৫।

নিয়ামতপুরে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

মে ১৩, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সঙ্গে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে ) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,
সহ-সভাপতি রুহুল আমিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, দপ্তর সম্পাদক রনজিত মিনজ, সদস্য রকিবুল হাসান, নাজমুল হক, জাকির হোসেন, করিম আতিক; নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ।

আরও পড়ুনঃ  বাগমারায় স্বর্ণ ব্যবসায়ী দম্পতিকে কুপিয়ে বাসায় লুটপাট

মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত সাংবাদিকের উদ্দেশ্যে ইউএনও বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি নিয়ামতপুর উপজেলায় সকলকে সঙ্গে নিয়ে ভালো কাজ করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।