নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সঙ্গে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে ) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,
সহ-সভাপতি রুহুল আমিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, দপ্তর সম্পাদক রনজিত মিনজ, সদস্য রকিবুল হাসান, নাজমুল হক, জাকির হোসেন, করিম আতিক; নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ।
মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত সাংবাদিকের উদ্দেশ্যে ইউএনও বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি নিয়ামতপুর উপজেলায় সকলকে সঙ্গে নিয়ে ভালো কাজ করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।