নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ২:০২। ২৩ অক্টোবর, ২০২৫।

নিয়ামতপুরে নেচে গেয়ে ঐতিহ্যবাহী “সোহরাই” উৎসব পালন

অক্টোবর ২২, ২০২৫ ৮:০১
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ঐতিহ্যবাহী “সোহরাই” উৎসব পালন করেছে আদিবাসী সম্প্রদায়ের লোকজন। উপজেলার জারুল্যাপুর ওরাওঁদের উদ্যোগে আজ বিকেলে “সোহরাই” উৎসবের আয়োজন করে। এতে নানান পোশাকে সজ্জিত হয়ে নানা বয়সের নারী-পুরুষসহ শিশুরা অংশগ্রহণ করে।

আয়োজক সূত্রে জানা গেছে, “সোহরাই” উৎসব মুলত আদিবাসীদের কৃষি, গবাদিপশু ও সস্পদ বৃদ্ধিকে কেন্দ্র করে পালিত হয়ে থাকে। তাদের বিশ্বাস “সোহরাই” পালন করলে সৃষ্টিকর্তা তাদের সম্পদ বৃদ্ধিতে সহায়তা করেন।

উৎসব উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে আয়োজক কমিটি। আলোচনা সভায় সুমন কুজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, গৈল দিগারী পরিষদের রাজা বাবুলাল টপ্প্য প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুর্শিদা খাতুন বলেন, বর্তমান সমাজে মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হব। এ ধরনের উৎসব নিয়মিত হলে আদিবাসীদের কৃষ্টি ও সংস্কৃতির চর্চা অব্যাহত থাকবে।

আলোচনা সভার পর ওরাওঁদের ঐতিহ্যবাহী নৃত্য অনুষ্ঠানে ৭ দলে অংশ গ্রহণ করে। তাদের নৃত্য উপভোগ করেন অতিথি ও আগত দর্শনার্থীরা। পরে ৫ টি দলের মাঝে পুরস্কার “মাদল” তুলে দেন অতিথিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।