নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১০:৫৭। ২৭ জুলাই, ২০২৫।


Girl in a jacket

নিয়ামতপুরে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৫ ৭:০২
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ অন্যান্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে নিয়ামতপুর উপজেলা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল সোসাইটি।

এতে উপজেলার প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-পরিচালক ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, বৃত্তির অধিকার হয়ে যাক সবার, শিক্ষা হোক সার্বজনীন অধিকার, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয় সাম্য চাই’ লেখা ফেস্টুন ব্যানারসহ বিভিন্ন স্লোগান দেন তারা।

আরও পড়ুনঃ  দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল সোসাইটি সংগঠনের আহবায়ক মোস্তাফিজুর রহমান লেলিন, সদস্য সচিব মিজানুর রহমান, ইউনিভার্স এডুকেয়ার এর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পাবলিক স্কুলের প্রধান শিক্ষক সামিউল ইসলাম, এশিয়ান স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মাহমুদুল হাসানসহ অনেকে এসময় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন।

আরও পড়ুনঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত অনার্সের পরীক্ষার তারিখ ঘোষণা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিপত্রে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করছে। তারা অবিলম্বে এ পরিপত্র প্রত্যাহারের দাবি জানান।

আরও পড়ুনঃ  চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মূল আসামি গ্রেপ্তার

মানববন্ধন শেষে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন। এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি দেন তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।