নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ১২:২৭। ৫ আগস্ট, ২০২৫।

নিয়ামতপুরে বজ্রপাত থেকে বাঁচতে গণসচেতনতা ও লিফলেট বিতরণ

আগস্ট ৪, ২০২৫ ৭:৪৩
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাত থেকে বাঁচতে গণসচেতনতা ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার ৪(আগস্ট) দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ামতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হকের উপস্থিতিতে আমকুড়া আশরাফুল উলুম দাখিল মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিজয় র‍্যালি

লিফলেট বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, বজ্রপাতের হাত থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। তাই সবার আগে আমাদের সচেতন হতে হবে। বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না। ঘন-কালো মেঘ দেখলে বাহিরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে। বের হলেও রাবারের স্যান্ডেল -জুতা ব্যবহার করতে হবে। বজ্রপাতের সময় বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি টাওয়ারের নিচে আশ্রয় নেওয়া যাবে না, দ্রুত পাকা ছাওনি ঘরে আশ্রয় নিতে হবে।

আরও পড়ুনঃ  নাব্যতা নিয়ে যৌথ আলোচনা নিশ্চয়ই হবে : উপদেষ্টা ড. এম সাখাওয়াত

তিনি বলেন, তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রপাতে সময় তাল গাছ আমাদের রক্ষা করে। তাই আমাদের বেশি বেশি তালের চারা রোপণ করতে হবে।
এসময় মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।