নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৪:২৭। ২৯ অক্টোবর, ২০২৫।

নিয়ামতপুরে বয়স্ক ভাতার উপকারভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন

অক্টোবর ২৮, ২০২৫ ৪:৫৯
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতার উপকারভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বালিচাঁদ গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নূর মোহাম্মদ, সহকারী পরিচালক মহতাছিন মোল্লা, নিয়ামতপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বয়স্ক জনগোষ্ঠীর সঠিক তালিকা হালনাগাদ করা হলে প্রকৃত উপকারভোগীরা সরকারি ভাতার আওতায় আসতে পারবেন। এতে সামাজিক নিরাপত্তা বলয় আরও বিস্তৃত হবে এবং বঞ্চিত মানুষজন সরকারি সহায়তা সহজেই পাবেন।

তিনি আরো বলেন, সরকারের এ কার্যক্রমের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।