নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। বিকাল ৩:৫২। ১৩ সেপ্টেম্বর, ২০২৫।

নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

সেপ্টেম্বর ১২, ২০২৫ ৭:২৬
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম ব্রিটিশ (৩২)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের কাঁঠালপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  আবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, মিমিকে যে কথা শুনিয়ে দেন অভিনেতা

নিহতের স্বজনরা জানায়, ব্রিটিশ চার্জার ভ্যানের ভাড়া মেরে জীবিকা নির্বাহ করতো। দিন শেষ যা আয় হতো তা দিয়েই ছোট ছোট দু”সন্তান ও স্ত্রীকে নিয়ে চলতো তার সংসার। বৃহস্পতিবার রাতে সে তার ভ্যান গাড়িটি নিজ বাড়ির বৈদ্যুতিক বোর্ডে চার্জে দেয়। আজ সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে ভ্যান গাড়িটির চার্জার সুইচ বোর্ড থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং মুহূর্তের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

আরও পড়ুনঃ  বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ব্রিটিশের মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।