নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। ভোর ৫:১৪। ৮ জুলাই, ২০২৫।

নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলীর ইন্তেকাল

জুলাই ৭, ২০২৫ ৭:৩২
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৭ জুলাই সোমবার উপজেলার চন্দননগর ইউনিয়নের বিলাশৈল গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী বিলাশৈল গ্রামের মৃত ইয়াহিয়া সরকারের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুনঃ  গাজায় গণহত্যা চালাতে ‘ক্ষুধা’কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আহম্মদ আলীকে নিজ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে । এর আগে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলীকে গার্ড অব অনার প্রদান করে।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানে শহিদ রিয়া গোপ ও সুমাইয়ার বাসায় উপদেষ্টা শারমীন এস মুরশিদ

এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম , নিয়ামতপুর থানার তদন্ত কর্মকর্তা মোসলেম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, আলিমদ্দিন, সোবহান আলী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।