নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১:১৬। ২০ আগস্ট, ২০২৫।

নির্ধারিত সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র বিপন্ন হতে পারে : দুলু

আগস্ট ১৯, ২০২৫ ৯:১২
Link Copied!

নাটোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সামনের নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হয়, বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন হতে পারে।

আরও পড়ুনঃ  বিপিএলে ফিক্সিং নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নাটোর শহরে প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “আমরা ফ্যাসিস্টদের বিচার ও সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। তবে, নির্বাচন যেন কোনোভাবেই বিলম্বিত না হয়। কারণ, সময়মতো নির্বাচনই গণতন্ত্রকে সুরক্ষিত রাখবে।”

আরও পড়ুনঃ  জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন প্রধান উপদেষ্টার

জনসভায় উপস্থিত ছিলেন—নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব ও দাউদার মাহমুদ, জেলা যুবদলের সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।