নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১১:৫৭। ৯ মে, ২০২৫।

নির্বাচন আদায় করতে ঐক্যবদ্ধতার বিকল্প নেই : নিতাই রায় চৌধুরী

এপ্রিল ২৪, ২০২৫ ১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, “১৬ বছর ধরে দেশে একটি ফ্যাসিস্ট সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। এখন আমরা সেই ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছি। এ অবস্থায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই।”

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ৩টায় ফরিদপুর জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায় আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ফরিদপুর জেলা বার ইউনিটের সঙ্গে এক সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মৃধা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট এ.এস.এম মোক্তার কবির খান, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইউনুছ আলী রবি প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সব জাতীয়তাবাদী শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে। আইনজীবীদের এ সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলেও মত দেন নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।