নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সন্ধ্যা ৬:১৯। ১২ জুলাই, ২০২৫।

নির্বাচন কমিশন ‘শাপলা’ প্রতীক হিসেবে তালিকাভুক্ত করেনি : ইসি সানাউল্লাহ

জুলাই ১০, ২০২৫ ১০:৪৯
Link Copied!

অনলাইন ডেস্ক : নির্বাচনের বিধিমালায় নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় ‘শাপলা ’ প্রতীক হিসেবে রাখা হয়নি জানিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে ‘শাপলা’ তালিকাভুক্ত করেনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অষ্টম কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ একথা বলেন।

আরও পড়ুনঃ  আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্ত গরুর বলদ দিয়ে হাল চাষ : তানোরে ঘোড়া দিয়ে জমিতে মই চাষ

শাপলা প্রতীক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ একথা বলেন, ‘শাপলা’ প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে। নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক ঐক্য ১৭ জুন আমাদের কাছে তাদের প্রতীক পরিবর্তন করার এ আবেদন করে। এরপর ২২ জুন আবেদন করেছে নিবন্ধন প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সুতরাং দুটো দল এখানে আবেদন করেছে। তিনি বলেন, নির্বাচন কমিশন সব কিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করেনি।

আরও পড়ুনঃ  আজ মায়ের জন্যই আমি ‘পূর্ণিমা’

এর আগে গত ২২ জুন এনসিপি ইসিতে নিবন্ধনের আবেদন করে। ওইদিন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, আমাদের দলীয় প্রতীকের জন্য তিনটি মার্কার জন্য আবেদন করেছি। শাপলা, কলম ও মোবাইল। -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।