নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১:৩০। ১৬ আগস্ট, ২০২৫।

নির্বাচন কমিশনারের আশ্বাসে রাবিতে শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার

আগস্ট ১৫, ২০২৫ ৮:১৯
Link Copied!

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে তিন দফা দাবিতে চলমান আমরণ গণঅনশন প্রত্যাহার করেছেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের আশ্বাসে তারা এই সিদ্ধান্ত নেন। আগামী রোববার পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন তারা।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ বলেন,”বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রধান নির্বাচন কমিশন এসে বলছে তারা পুরনো ধারা অনুযায়ী হলে ভোটকেন্দ্র ঘোষণা করেছে। কিন্তু এখন যেহেতু দাবি উঠেছে তারা সে বিষয়ে বসে রোববার সিদ্ধান্ত জানাবে। আমরা তাদের সিদ্ধান্ত আশা আগ পর্যন্ত আজকের কর্মসূচি সাময়িক স্থগিত করেছি। যদি রোববার তারা সিদ্ধান্ত অর্থা ভোটকেন্দ্র যদি একাডেমিক ভবনে ঘোষণা না হয় তাহলে আমরা পুনরায় অনশনে যাব এবং তা হবে চূড়ান্ত ঘোষণা আসার আগ পর্যন্ত।”

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ : ইসি সচিব

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন,”আমরা অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছিলাম। প্রধান নির্বাচন কমিশনার এবং রাকসু কোষাধ্যক্ষ স্যার তাদের বুঝানোর পর তারা অনশন প্রত্যাহার করেছেন।”

আরও পড়ুনঃ  সিপিএল খেলতে নামছেন সাকিব, ভিভ রিচার্ডসের সঙ্গে সাক্ষাতের অপেক্ষা

প্রধান নির্বাচন কমিশনার আমজাদ হোসেন বলেন, “আমরা পুরোনো পদ্ধতি অনুসরণ করেছি। সে অনুযায়ী ভোটকেন্দ্র আবাসিক হলে করা হয়েছিল। এখন যেহেতু নতুন একটি প্রস্তাবনা এসেছে আমরা কমিশন রবিবার বসে এই বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবো।”

আরও পড়ুনঃ  ২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ

এর আগে বিকালে ৩ দাবিতে প্রশাসন ভবনের সামনে গণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। গণতান্ত্রিক ছাত্র জোট, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের নেতা, সাবেক সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীরা অনশনে অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।