অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। নির্বাচনের বিলম্ব হয়—এমন কোনো সংস্কার বিএনপি মেনে নেবে না।
বুধবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ফারুক বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। এমন কোনো সংস্কারে হাত দেয়া যাবে না, যাতে নির্বাচন বিলম্বিত হয়।
অন্যদিকে প্রেসক্লাবে আয়োজিত অন্য একটি সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র মেনে নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা করলেই সংকটের সমাধান সম্ভব।
সমাবেশে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি ও রাজনৈতিক বিশ্লেষকরাও উপস্থিত ছিলেন।-ইত্তেফাক
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।