নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৪:১৮। ২৮ আগস্ট, ২০২৫।

নীরবতা ভাঙলেন ব্রাজিলের স্কোয়াডে জায়গা না পাওয়া নেইমার

আগস্ট ২৭, ২০২৫ ৭:৩২
Link Copied!

অনলাইন ডেস্ক : ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের আন্তর্জাতিক ফুটবলের বাইরে প্রায় দুই বছর হতে চলল। ২২ মাস পর তার জাতীয় দলে ফেরার আগমুহূর্তেই ফের পড়েছেন দুর্ভাগ্যের চোটে। ফলে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের জন্য কার্লো আনচেলত্তির স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। যা নিয়ে তিনি এখনও প্রতিক্রিয়া দেখাননি। তবে স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে নিজের ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ স্টোরি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সান্তোসের অনুশীলনে ঊরুতে চোট ধরা পড়ে নেইমারের। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর সেটি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) জানিয়েছে সান্তোস। সেই চোটই ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়ার কারণ বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। যদিও আগস্টের শেষ নাগাদই সান্তোসের ক্যাম্পে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। তবুও ব্রাজিল কোচ পূর্ণ ফিট খেলোয়াড়দের তার স্কোয়াডে চান।

আরও পড়ুনঃ  বাগমারায় ট্রাক ও ভ্যানের সংঘর্ষে নারী সহ নিহত ২ আহত ৩

এদিকে, সান্তোসের ক্যাম্পে ফেরার আগে জিমে চোট পুনর্বাসন শুরু করেছেন নেইমার। ইনস্টাগ্রাম স্টোরিতে সেসব ছবির সঙ্গে একটি ক্যাপশন দিয়েছেন এই সেলেসাও তারকা, ‘লক্ষ্য পূরণের আকাঙ্ক্ষা, দৃঢ় সংকল্প এবং অবিচল অধ্যবসায় থেকে সাফল্য আসে। আপনি যদি চূড়ান্ত লক্ষ্যে না–ও পৌঁছাতে পারেন, তবুও যারা বাধা খুঁজে বের করে তা অতিক্রম করে, তারা প্রশংসনীয় কিছুই অর্জন করবে।’

আরও পড়ুনঃ  বাগমারায় জামায়াতের এমপি প্রার্থী ডা: বারীর গনসংযোগ

বিশ্বকাপ বাছাইয়ে ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে ব্রাজিল। যার জন্য দল ঘোষণার সময় নেইমারের চোট নিয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার ছোটখাটো চোটে পড়েছিল গত সপ্তাহে। বাছাইপর্বে আমরা শেষ দুটি ম্যাচ খেলব এবং এই ম্যাচগুলো ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। তাই আমাদের সেরা অবস্থায় থাকা খেলোয়াড়দের প্রয়োজন, যারা সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারবে। বাছাইপর্বের ধাপটা আমরা ভালোভাবে শেষ করতে চাই।’

আরও পড়ুনঃ  রোহিঙ্গাদের ওপর নৃশংসতার ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান পুনর্ব্যক্ত ওআইসি’র

একইসঙ্গে নেইমারকে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন নেই বলেও মনে করেন ব্রাজিলের এই ইতালিয়ান কোচ, ‘নেইমারকে নতুন করে মূল্যায়নের প্রয়োজন নেই। আমরা সবাই জানি সে কে এবং কী করতে পারে। আমরা তাকে যেভাবে জাতীয় দলকে সাহায্য করতে দেখে এসেছি, সেজন্য তাকে সেরা অবস্থায় পেতে হবে।’ একইভাবে ব্রাজিলের স্কোয়াডে রদ্রিগোর অনুপস্থিতির প্রসঙ্গও তোলা হয় আনচেলত্তির সামনে। জবাবে তিনি খেলোয়াড়দের ডাক পাওয়ার নেপথ্যে পূর্ণ ফিট থাকার শর্তটি স্মরণ করিয়ে দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।