নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ১:২৮। ৩ সেপ্টেম্বর, ২০২৫।

নুর’এর উপর এই অমানবিক হামলা কোনোভাবেই কাম্য নয় : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আগস্ট ৩১, ২০২৫ ৫:৩৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন,নুরুল হকের উপর এই অমানবিক হামলা কোনোভাবেই কাম্য নয়।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৯ আগস্ট (শুক্রবার) ২০২৫ তারিখে অমানবিক হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক (নুর) এবং তার দলের অন্যান্য আহত সদস্যদের দেখতে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরত চিকিৎসকদের নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ  নুরকে দেখতে এসে ঢাকা মেডিকেলে অবরুদ্ধ আইন উপদেষ্টা আসিফ নজরুল

উপদেষ্টা বলেন, নুরুল হক নুর এবং তার দলের অন্য আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। উন্নত চিকিৎসার স্বার্থে প্রয়োজনে তাদের বিদেশে পাঠানো হবে। এ সংকটময় সময়ে নুরুল হক ও তার দলের আহত সদস্যদের এবং তাদের পরিবারের সঙ্গে পুরো জাতির প্রার্থনা এবং সংহতি রয়েছে ।

আরও পড়ুনঃ  নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

তিনি বলেন, অন্তবর্তী সরকার মনে করে এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের উপর আঘাত করা। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই হামলার বিচার বিভাগীয় তদন্তের জন্য জোর দেয়া হয়েছে এবং দ্রুততার সাথে বিচারকার্য শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

আরও পড়ুনঃ  ১৬ দলীয় “বেনাপোল বাজার ফুটবল টুর্ণামেন্ট”-২০২৫ এর ১ম রাউন্ডের ২য় ম্যাচ অনুষ্ঠিত

এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।