নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৯:৪৫। ১১ নভেম্বর, ২০২৫।

পদ্মা নদীতে ডুবে আড়াই বছরের শিশুর করুণ মৃত্যু

নভেম্বর ১১, ২০২৫ ৬:৫৬
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে ডুবে ইসমাইল হোসেন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ পিরোজপুর এলাকার পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ইসমাইল হোসেন চারঘাট সদর ইউনিয়নের দক্ষিণ পিরোজপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে শিশু ইসমাইলের মা তাকে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে স্থানীয়রা পাশের পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে ওই শিশুর পরিবারের সদস্যরা সাংসারিক কাজে ব্যস্ত থাকায় কোনো এক ফাঁকে সে নদীতে পড়ে যায়। আড়াই বছরের ফুটফুটে শিশুর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, যেহেতু মরদেহ নদীতে পাওয়া গেছে এজন্য নৌ পুলিশ চারঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।