নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। বিকাল ৪:১১। ১০ ডিসেম্বর, ২০২৫।

পবায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বেগম রোকেয়া দিবস পালিত

ডিসেম্বর ৯, ২০২৫ ১১:২৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : পবা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে নওহাটা পৌরসভা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষের সামনে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় জীবনের দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাঁচ অদম্য নারীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল নিয়ে জোকোভিচের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, রাজশাহী সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক সরকার রাহনুমা আফরোজ, কৃষি কর্মকর্তা এমএ মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, হিসাবরক্ষক কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পৌর নগর পরিকল্পনাবিদ গৌতম কুমার রায়, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহিম, প্রধান সহকারী নূরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ  জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন

এছাড়া নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাসহ পৌরসভার সকল কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুনঃ  পাকিস্তানি সেনাদের হামলায় আফগানিস্তানে চারজন নিহত

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।