নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ২:৫৫। ১৫ মে, ২০২৫।

পরিচালকের কুমতলবের কথা ফাঁস করলেন অভিনেত্রী

মে ১১, ২০২৩ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ দীর্ঘ প্রায় ছয় বছর পর ছোট পর্দায় ফিরেছেন বৈশাখী মার্জিত। অভিনয় দক্ষতার জন্য টলিপাড়ায় বেশ প্রশংসিত তিনি। এক যুগেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। এত বছর ইন্ডাস্ট্রিতে কাটানোর পর পুরোনো দিনের সেই ভয়াবহ অভিজ্ঞতার দিনে ফিরে গেলেন অভিনেত্রী। যে ঘটনার কথা নিজের স্মৃতি থেকে মুছে ফেলতে চান তিনি।

আরও পড়ুনঃ  নীলে নীলে মিলে একাকার মিম

এক সাক্ষাৎকারে বৈশাখী জানান, এক সিনিয়র পরিচালক তার সঙ্গে ঠিক কী করেছিলেন? তিনি বলেন, ‘সামনাসামনি তিনি কিন্তু খুবই ভদ্র। একবার গাড়ি করে যাচ্ছিলাম। সেই গাড়িতেই ঘটেছিল একটি ঘটনা। তিক্ত তকমা দিতে চাই না। তবে অবশ্যই রাগ হয়েছিল। সেই পরিচালক প্রথমে পায়ে স্ক্র্যাচ করতে শুরু করে। তারপর ঘাড়ে হাত দেয়। তখন হয়তো কিছু বলতে পারিনি। বর্তমানে এমন ঘটলে চড় মেরে দিতাম।’

আরও পড়ুনঃ  সিদ্দিক আমার ছেলের ব্রেইনওয়াশ করে : মারিয়া

নাটকের মঞ্চ থেকে তার অভিনয় যাত্রার শুরু। কিন্তু বড় পর্দায় খুব বেশি তাকে দেখা যায়নি। এক্ষেত্রে তার মত তেমন কোনো ভালো সুযোগ তিনি কখনো পাননি। তাই হয়তো তেমনভাবে সিনেমায় কাজ করা হয়নি। অভিনয়ের পাশাপাশি তার আরেক ভালোবাসা হলো গান।

আরও পড়ুনঃ  কান উৎসবে যাওয়া হলো না উরফির, হলেন রিজেক্ট!

বৈশাখী মার্জিতের ঝুলিতে রয়েছে বেশ কিছু হিট সিরিয়াল। ‘একদিন প্রতিদিন’, ‘সাত পাকে বাঁধা’ এমন জনপ্রিয় সিরিয়ালে দেখা গিয়েছিল তাকে। কিছু দিন আগে ‘মিঠাই’ সিরিয়ালেও তাকে দেখা যায়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।