নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১০:৪৯। ১৩ আগস্ট, ২০২৫।

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৮:৫১
Link Copied!

অনলাইন ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  কিমকে ধন্যবাদ জানালেন পুতিন

প্রতিবেদনে বলা হয়েছে, চার্টার্ড হেলিকপ্টারটিতে ১৪ জন আরোহী ছিলেন। ছয়জন নিহত ছাড়ারও আরও আটজন আহত হয়েছে।

এদিকে সূত্রের বরাত দিয়ে আজ টিভি জানিয়েছে, হেলিকপ্টারে তিনজন রাশিয়ান ক্রু ছিলেন। হেলিকপ্টারে কোনো নাশকতা চালানো হয়নি। যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

আরও পড়ুনঃ  গাজা দখলের পরিকল্পনা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: আরব লীগ

আহতদের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।