নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ১০:০৮। ১৩ সেপ্টেম্বর, ২০২৫।

পাবনায় চিরনিদ্রায় শায়িত জাবি শিক্ষিকা জান্নাতুল মৌমিতা

সেপ্টেম্বর ১২, ২০২৫ ১১:৩৩
Link Copied!

পাবনা প্রতিনিধি : নিজ জেলা পাবনার আরিফপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় পাবনা শহরের কাচারিপাড়া জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাত নয়টার দিকে আরিফপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সন্ধ্যায় ফ্রিজিং গাড়িতে মৌমিতার মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।

আরও পড়ুনঃ  ইসির ৬১ কর্মকর্তা বদলি

পারিবারিক সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারিতে মৌমিতার বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। আগামী বছরের ৫ জানুয়ারি আনুষ্ঠানিক আয়োজনের দিন ঠিক ছিল। কিন্তু মাত্র ৩০ বছর বয়সেই অকালমৃত্যু হলো তার।

মৌমিতা পাবনার বিশিষ্ট সাংবাদিক, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক রুমি খন্দকার এবং অবসরপ্রাপ্ত শিক্ষক লুৎফুন্নাহার পলির একমাত্র সন্তান। ১৯৯৫ সালে জন্ম নেওয়া মৌমিতা পাবনা সরকারি বালিকা বিদ্যালয় ও পাবনা মহিলা কলেজ থেকে জিপিএ–৫ নিয়ে উত্তীর্ণ হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে ২০২১ সালে চারুকলা বিভাগে শিক্ষকতা শুরু করেন।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের আগে ইতিহাসের সবচেয়ে খারাপ পারফরম্যান্স ব্রাজিলের

‎বাবা রুমি খন্দকার জানান, নির্বাচনের দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার রাতে শিক্ষক কোয়ার্টারের বাসায় ফেরেন মৌমিতা। শুক্রবার সকালে ভোটগণনার কক্ষে প্রবেশের আগেই দরজার সামনে পড়ে যান তিনি। পরে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  ব্যক্তির বিচার নয়, আমরা অপরাধের বিচার করতে চাই -অ্যাটর্নি জেনারেল

কাচারিপাড়া জামে মসজিদে জানাজায় অংশ নেন রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার বিশিষ্টজনেরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।