নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৮:৫৬। ১৯ সেপ্টেম্বর, ২০২৫।

‘পিআর ছাড়া নির্বাচন হলে জনগণ তা প্রতিহত করবে’

সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৫:০৩
Link Copied!

অনলাইন ডেস্ক : জুলাই সনদের বাস্তবায়ন ও পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশের কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হলে নির্বাচনের যে কোনো উদ্যোগ জনগণ সম্মিলিতভাবে প্রতিহত করবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডা ইউলুপ সংলগ্ন মেইন রোডে পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  রাসিকের কার্য সহকারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, চব্বিশের জুলাই–আগস্ট বিপ্লবের পর আমরা আশা করেছিলাম দেশ সঠিক পথে এগোবে। কিন্তু আজকের বাস্তবতায় সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। আমরা পাঁচ দফা দাবির মাধ্যমে আন্দোলন শুরু করেছি। ৩১টি দল ঐক্যমত কমিশনে অংশগ্রহণ করেছে, তার মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে মত দিয়েছেন এবং জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করেছেন। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ঐক্যমত হওয়া ৮৪টি বিষয়ে তালবাহানা না করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বর্তমান নির্বাচন ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য অবিলম্বে অন্তর্বর্তী সরকার ও পিআর পদ্ধতির প্রণয়ন জরুরি।

আরও পড়ুনঃ  বাগমারায় সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জহুরুল আলম বাবুর মতবিনিময়

তিনি সতর্ক করে বলেন, বিগত পাঁচ বছরে নির্বাচন কখনো সুষ্ঠু হয়নি। কেন্দ্র দখলের জন্য কালো টাকা ও অন্যায় শক্তি ব্যবহার করা হয়েছে। দেশের ৭১ ভাগ মানুষ অন্তর্বর্তী সরকার ও পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। সঠিক পদ্ধতি ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এবং জনগণ তা মেনে নেবে না।

বাদ জুমা আড়াইটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশের কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুনঃ  বইমেলা-২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর

এর আগে জুমার পর থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে একের পর এক মিছিল আসতে থাকে। মিছিলে অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনী ভিত্তি এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে নানা শ্লোগান দেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা-১১ আসনের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।-ঢাকা পোস্ট

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।