নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১:০৯। ২৭ আগস্ট, ২০২৫।

পুলিশের অভিযানে ৬শ গ্রাম গাঁজা উদ্ধার: গ্রেপ্তার ১

আগস্ট ২৬, ২০২৫ ৭:১৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাটাখালী থানার অভিযানে ৬শ গ্রাম গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মোসা: আসমিনা বেগম (৩০) রাজশাহী নগরীর কাটাখালী থানার দেওয়ানপাড়ার মো: জহুরুল ইসলামের স্ত্রী।

আরও পড়ুনঃ  কক্সবাজারে রোহিঙ্গা সংলাপে যোগদান প্রধান উপদেষ্টার

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২৫ আগস্ট দুপুরে কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন এর সার্বিক তত্ত্বাবধানে এস আই মো: নাদিম উদ্দীন ও তার টিম মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন থানা এলাকার দেওয়ানপাড়ায় একজন গাঁজা বিক্রি করছে।

আরও পড়ুনঃ  শাহরুখ–মালাইকার জন্য স্কুল থেকে বহিষ্কার হয়েছিলেন রণবীর সিং!

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম দুপুর পৌনে ৩টায় কাটাখালী থানার দেওয়ানপাড়ায় অভিযান পরিচালনা করে আসামি আসমিনা বেগমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ৬শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীর কাটাখালীতে নারী সমাবেশ অনুষ্ঠিত

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।