নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৯:৩২। ২৯ আগস্ট, ২০২৫।

প্রধান উপদেষ্টার সঙ্গে রাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৮, ২০২৫ ৮:৫৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।

আরও পড়ুনঃ  বেনাপোলের বাহাদুরপুরে ভারতীয় পানির চাপে শতশত ঘর-বাড়িসহ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী

এ সাক্ষাতে রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এসময় প্রধান উপদেষ্টা এসব বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করলে উপাচার্য তাঁকে বিস্তারিত অবহিত করেন। পরে প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয় পরিচালনার বিভিন্ন বিষয়ে কিছু দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

আরও পড়ুনঃ  ভারত থেকে পেঁয়াজ আমদানি আড়াই বছর পর

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচন নিয়েও প্রধান উপদেষ্টা বিশেষ আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, স্থগিত হয়ে যাওয়া দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠান নিয়েও উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সেনাবাহিনীর পিকআপে ট্রাকের ধাক্কা, আহত ৯

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।