নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৩:৫০। ১৭ নভেম্বর, ২০২৫।

প্রার্থী পরিবর্তন চেয়ে মশাল মিছিল, মহাসড়ক অবরোধ

নভেম্বর ১৬, ২০২৫ ১১:৫৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজশাহীতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী-৫ আসনের বিএনপির পাঁচজন মনোনয়নপ্রত্যাশীর সমর্থকরা।

রোববার সন্ধ্যা ছয়টার দিকে পুঠিয়া উপজেলার বিরালদহ বাজারের বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়। পরে তারা রাজশাহী-ঢাকা মহাসড়কের মশাল মিছিল বের করে। মিছিলটি মাইপাড়া বাজার হয়ে বিরালদহ মাজারের সামনে এসে শেষ হয়। সেখানে তারা রাস্তার উপর আগুন জ্বালিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। ঘণ্টাব্যাপি এই অবরোধে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শতশত যানবাহন।

এ সময় নেতাকর্মীরা বলেন, দলের প্রকৃত ত্যাগী নেতাদের বাদ দিয়ে কর্মী ও গণবিচ্ছিন্ন নেতা অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে ধানের শীষ প্রতীকের সম্ভাব্যপ্রার্থী ঘোষণা করা হয়েছে। যা কোনভাবেই মেনে নেবে না দলের তৃণমূলের নেতাকর্মীরা।

তারা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের মনোনয়ন না দিলে আসনটি বিএনপির হাতছাড়া হবে। কাজেই সব মনোনয়নপ্রত্যাশীদের ঢাকায় ডেকে আলোচনা করে মনোনয়ন পুর্নবিবেচনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন নেতাকর্মীরা।

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে ধানের শীষের মনোনয়ন চান নয়জন। তারা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মাহমুদা হাবিবা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, পুঠিয়া বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক, শিল্পপতি আব্দুস সাত্তার, এ আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য নাদিম মোস্তফার ছেলে জুলকার নাঈম মোস্তফা, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার রেজাউল করীম, শ্রমিক দলনেতা রোকনুজ্জামান আলম ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধক্ষ্য গোলাম মোস্তফা।

এদের মধ্যে দলীয় মনোনয়ন পান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এর আগে তিনি ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনয়নে নির্বাচন করে পরাজিত হন। পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ১৯৯৬ সালে বিএনপির মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।