নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ২:১৮। ১২ মে, ২০২৫।

ফরিদপুরে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় পয়েন্টস ম্যান বরখাস্ত

মে ১১, ২০২৫ ৬:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে রেল বিভাগ। এ ঘটনায় গাফিলতি পাওয়ায় তাৎক্ষণিকভাবে নজরুল ইসলাম (৩৯) নামের এক রেল কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১০ মে) কমিটি গঠন করে রেলওয়ে বিভাগ। এর আগে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনায় ঘটে ভাঙ্গা জংশন স্টেশন পাড় হওয়ার পর উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায়।

ভাঙ্গা রেল জংশন স্টেশনের স্টেশন মাস্টার সুমন বাড়ৈ বলেন, জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হওয়াতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খুলনা ও পাকশি থেকে উদ্ধারকারী ক্রেন ও ঢাকা থেকে একটি ইঞ্জিন এসে পৌঁছায়, শুক্রবার রাতে, ঢাকার ইঞ্জিন এসে জাহানাবাদ এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া ইঞ্জিন ও লাগেজ ভ্যানের দুটি বগি ছাড়া বাকি রেলকে পিছন দিকে মাদারীপুরের শিবচর রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। নতুন ইঞ্জিন যোগে জাহানাবাদ এক্সপ্রেস শনিবার সকালে শিবচর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশনে আসে। পরে সকাল সাড়ে আটটার দিকে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা বলেন, জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন ভাঙ্গা জংশন স্টেশন পার হওয়ার পর পয়েন্ট ম্যানের ভুলের কারণে দুটি বগি লাইনচ্যুত হয়েছে বলে আমরা ধারণা করছি।

রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পাকশী অঞ্চল) হাসিনা খাতুন বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তাকে (হাসিনা খাতুন) প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করে দিয়েছে রেল বিভাগ। কমিটি আগামী ৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।