নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১:০২। ৭ নভেম্বর, ২০২৫।

ফরিদপুরে ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার

নভেম্বর ৬, ২০২৫ ৯:৪৯
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ‌১০৪ বোতল ফেনসিডিলসহ ‌এক ব্যবসায়ীকে ‌গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুরের উপরিচালক‌ শেখ ‌মোঃ হাসেম আলী ‌এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ নভেম্বর বুধবার বিকেল ৫.৩০ টার দিকে ‌ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদীর ঢাকা-মাওয়া-ভাংগা এক্সপ্রেস ওয়ের ভাঙ্গা টোল প্লাজার ঢাকাগামী সার্ভিস লেনের উত্তর পাশে আফজাল পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের চালকের আসনের পিছন থেকে কামোদ ধুসর রং এর একটি ট্রাভেল ব্যাগে থাকা ১০৪ পিচ ফেনসিডিলসহ ‌রবিউল আহমেদ রুবেল (৩২) কে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে একটি মোবাইল ফোন ও পরিবহন কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

আটককৃত রুবেল যশোর জেলার কবরস্থান রোড, বেজপাড়া শংকরপুর গ্রামের মোঃ আকবর আলীর পুত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (খ – সার্কেল) মোঃ সফিক-উর-রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধনী ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় ভাঙ্গা থানায় একটি এজাহার দায়ের করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।