নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ১:২৯। ৩১ জুলাই, ২০২৫।

বগুড়ায় নারী স্বাস্থ্যশিক্ষা প্রসারে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জুলাই ২৯, ২০২৫ ৬:৫২
Link Copied!

বগুড়া প্রতিনিধি : জেলায় ৩ দিনব্যাপী নারী সুরক্ষা ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা প্রসারে শিক্ষার্থী প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা পরিষদের কনফারেন্স রুমে এর উদ্বোধন করা হয়।

‘আমার চোখে জুলাই বিপ্লব’ আইডিয়া প্রতিযোগিতার মাধ্যমে ক্যাসকেডিং গার্লস এলিভেশন প্রোগ্রাম প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে উপজেলা মাসিক ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসানা আফরোজা।

বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো: শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলার পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আরাফাত হোসেন, ডেপুটি সিভিল সার্জন এসএম নূর-ই-শাদীদ, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, প্রাথমিক শিক্ষা অফিসার মো: রেজোয়ান হোসেন।

আরও পড়ুনঃ  এক ঘণ্টা উড়ে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক, সহকারী প্রকৌশলী মো: মোহায়েদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান সহকারী মো: শফিকুল ইসলাম, উচ্চমান সহকারী অভিতেষ বর্দ্ধন, হিসাব রক্ষক মো: শায়রুল ইসলাম।

আরও পড়ুনঃ  উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৩৫

প্রশিক্ষণে জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।