নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৩:৫০। ২৫ আগস্ট, ২০২৫।

বগুড়ায় বসতবাড়িতে লুটের পর বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা

আগস্ট ২২, ২০২৫ ৪:১৩
Link Copied!

অনলাইন ডেস্ক : বগুড়ার গাবতলী উপজেলায় বসতবাড়িতে লুটপাটের পর রাজিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার দুর্গাহাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া ওই গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের স্ত্রী।

আরও পড়ুনঃ  ৫০০ টাকার টিকিটে মাছ শিকার চলছে সোনাদিঘিতে, জানেই না রাসিক

পরিবার সূত্রে জানা যায়, ঢাকায় কর্মরত ছোট ছেলে রঞ্জু প্রামাণিকের বাড়িতে আট বছরের নাতিকে নিয়ে একাই বসবাস করতেন রাজিয়া বেগম। বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টির সময় ভাড়া নেওয়ার কথা বলে পাঁচ-সাতজন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে তারা দড়ি দিয়ে রাজিয়া ও তার নাতির হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় রাজিয়া বেগম চিৎকার করার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ৪

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।