নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৯:৪১। ৭ নভেম্বর, ২০২৫।

বড়াইগ্রামে আড়াই কেজি দইয়ে ১ কেজির হাড়ি!

জুলাই ১৩, ২০২৩ ৮:৫০
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়াস্থ ঐতিহ্যবাহী শিলা মিষ্টি বাড়ি শাখাতে দই বিক্রিতে প্রতারণা ও ওজনে কম দেওয়ার প্রমাণ মিলেছে। আড়াই কেজি দইয়ের দাম নিলেও সেখানে দই রয়েছে মাত্র দেড় কেজি। বাকি প্রায় ১ কেজি (৯৫৬ গ্রাম) মাটির হাড়িটির ওজন। দই বিক্রির সময় হাড়ির ওজন বাদ দেওয়া মাত্র ২৪০ গ্রাম। সেক্ষেত্রে মাটির হাড়িটির দাম নিচ্ছে ১৪০ টাকা। অথচ ওই হাড়িটি কেনা হয়েছে প্রতিটি মাত্র ১৮ টাকায়। দই বিক্রিতে এমন প্রতারণার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার দুপুরে অ‌ধিদপ্তরের নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মেহেদী হাসান তানভীর এ অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।

এর আগে একই বাজারের উত্তরা কসমেটিকসকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৪৫০০ টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মেসার্স এআর এন্টারপ্রাইজকে ৫০০০ টাকা এবং একই অপরাধে মেসার্স মহিউদ্দিন ভেটেরিনারি এন্ড ফিড নামক প্রতিষ্ঠানকে ৬০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।