নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। দুপুর ২:৫৬। ১১ নভেম্বর, ২০২৫।

বড়াইগ্রামে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

সেপ্টেম্বর ১, ২০২৩ ৩:০০
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার বড়মাটি কলোণী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই বন্ধু হলেন উপজেলার গড়মাটি পশ্চিম পাড়ার মাহমুদুল হাসান মনন (২২) ও পাবনার মুলাডুলি এলাকার আরিয়ান হাসান আবির (২২)। তারা উভয়েই বড়াইগ্রামের রাজাপুর ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহত আবিরের পিতা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ডাবলু হাসান জানান, মনন তার মোটরসাইকেলে সহপাঠি আবিরকে রাজাপুর সামীনা সংলগ্ন মুলাডুলি তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলো। পথে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এসআই আলিমুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনার পর ট্রাকটি মহাসড়কে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।