নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। ভোর ৫:১৪। ২৫ আগস্ট, ২০২৫।

বড়াইগ্রামে পিস্তল ঠেকিয়ে সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই

আগস্ট ২৪, ২০২৫ ৩:২৪
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পিস্তল ঠেকিয়ে বিজয় টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি শাকিল আহমেদ এর নীল রংয়ের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার দিকে উপজেলা বনপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও সুতিরপার এলাকার ফিডার রোড থেকে ৩ দুর্বৃত্ত পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।

আরও পড়ুনঃ  মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন কারাগারে

সাংবাদিক শাকিল আহমেদ জানান, বাড়ি যাওয়ার পথে পেছন দিক থেকে নাম্বার বিহীন ১৩৫ সিসি লাল ডিসকভার মোটরসাইকেল নিয়ে ৩ জন আমার পথ গতিরোধ করে এবং পিস্তল ঠেকিয়ে আমার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এই ৩ জনের মধ্যে দুই জনের বয়স ২২ থেকে ২৫ বছর এবং অপর একজনের বয়স ৩০ এর উপরে হবে। আমার মোটরসাইকেলটি একজন চালিয়ে নিয়ে বড়াইগ্রাম থানার মোড়ের দিকে চলে যায়।

আরও পড়ুনঃ  কাটাখালী থানার অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার : গ্রেফতার ১

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন জানান, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার ও ছিনতাইকারীদের চিহ্নিত করতে পুলিশ রাতভর বিভিন্ন জায়গায় তৎপরতা চালিয়েছে এবং উদ্ধার না হওয়া পর্যন্ত পুলিশী তৎপরতা অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।