নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। সন্ধ্যা ৬:৪৫। ৯ মে, ২০২৫।

বড়াইগ্রামে মাদরাসা ছাত্রকে বলাৎকাররে দায়েশক্ষিকরে যাবজ্জীবন কারাদন্ড

মার্চ ১২, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতনিধি: নাটোররে বড়াইগ্রামে মাদরাসার এক ছাত্রকে বলাৎকার করার অপরাধে একই মাদরাসার শক্ষিক আব্দুর রহমি কালু (২৭)কে যাবজ্জীবন কারাদণ্ড দয়িছেনে আদালত। একই সঙ্গে আসামকিে ৫০ হাজার টাকা জরমিানা করা হয়ছে।
বুধবার (১২ র্মাচ) দুপুরে নাটোররে নারী ও শশিু নর্যিাতন দমন ট্রাইবুনালরে বচিারক মুহাম্মদ আব্দুর রহমি এ আদশে দনে। সাজাপ্রাপ্ত মাদরাসা শক্ষিক আব্দুর রহমি কালু নাটোর সদর উপজলোর কাঠালবাড়য়িা এলাকার মৃত আব্দুল জব্বাররে ছলে।ে তনিি বড়াইগ্রাম উপজলোর তালশো আল-জাময়িা হুসাইনয়িা মদনিাতুল হাফজিয়িা মাদরাসার শক্ষিক ছলিনে। সাংবাদকিদরে কাছে বষিয়টি নশ্চিতি করছেনে নাটোর জজ আদালতরে বশিষে পপিি এ্যাডভোকটে আব্দুল কাদরে।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালরে ১৮ মে সন্ধ্যার পর মাদরাসা শক্ষিক আব্দুর রহমি কাজ আছে বলে জনকৈ ছাত্র (১২)কে মোটরসাইকলেযোগে তার বাড়ি থকেে মাদরাসায় নয়িে আস।ে পরে তাকে মাদরাসার একটি কক্ষে জোরর্পূবক বলাৎকার কর।ে এরপর ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানা যায় এবং চকিৎিসার জন্য তাকে নাটোর সদর হাসপাতালে র্ভতি করা হয়। ঘটনার তনিদনি পর ২১ মে শশিুটরি বাবা মাদরাসা শক্ষিক আব্দুর রহমি কালুর বরিুদ্ধে নারী ও শশিু নর্যিাতন দমন আইনে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়রে করনে।
এ্যাডভোকটে আব্দুল কাদরে পপিি জানান, র্দীঘ ৪ বছর মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি চল।ে বুধবার আদালত আসামি আব্দুর রহমি কালুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদশে এবং ৫০ হাজার টাকা জরমিানা আদায়রে নর্দিশে প্রদান করনে।
#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।