নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। সন্ধ্যা ৬:৪৪। ৯ মে, ২০২৫।

বড়াইগ্রামে ২৮২শিক্ষার্থী পেলো প্রধানমন্ত্রীর উপহার

এপ্রিল ৬, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামের ২৮২ জন মেধাবী শিক্ষার্থী পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাব। বৃহস্পতিবার দুপুরে এই ট্যাব শিক্ষার্থীদের হাতে তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও ইউএনও মোছা. মারিয়াম খাতুন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া এই ট্যাব পেয়ে উচ্ছ্বসিত হয়ে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। তারা এ সময় এ উপহারের জন্য বার বার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

জোয়াড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ১ নং রোল অধিকারী সুমাইয়া আক্তার এই উপহারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘এই উপহার শুধুমাত্র আমাদের মেধারই উপহার নয়, আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য রীতিমতো প্রধানমন্ত্রীর আশির্বাদ’।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ জানান, উপজেলার ৪৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৬ জন করে শিক্ষার্থী এই উপহার পান। এই ট্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল পদ্ধতিতে শ্রেণী বিষয়ে পড়াশোনা সহ শিক্ষামূলক ধারণা লাভ করতে পারবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।