নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সকাল ৭:৫৯। ২ আগস্ট, ২০২৫।

বড়াইগ্রামে ৬ লক্ষ টাকার চায়না জাল ধ্বংস

জুলাই ৩১, ২০২৫ ৫:৪৮
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের কৈখোলা বিলে অভিযান চালিয়ে প্রায় ২০০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।

আরও পড়ুনঃ  এশিয়ান কাপে ‘খুবই কঠিন’ গ্রুপে বাংলাদেশ, উপভোগ করতে চান কোচ

বুধবার বিকেলে এই জালগুলো জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  বিমান বিধ্বস্ত ভবনে উপস্থিত ছিল ৫৯০ জন শিক্ষার্থী : মাইলস্টোনের অধ্যক্ষ

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।