নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। দুপুর ১:৫৭। ৭ আগস্ট, ২০২৫।

‘বলে ভ্যাসলিন লাগিয়ে ইংল্যান্ডে টেস্ট জিতেছে ভারত’

আগস্ট ৬, ২০২৫ ৬:০৫
Link Copied!

অনলাইন ডেস্ক : ওভাল টেস্ট জিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করেছে ভারত। যেখানে দুর্দান্ত বোলিংয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন ভারতীয় পেসাররা। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাব্বির আহমেদের দাবি, এই সিরিজে বল বিকৃতি করেছে ভারতের বোলাররা।

৫ ম্যাচ সিরিজের একটি ড্র হয়েছে, বাকি চারটি ম্যাচও হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সিরিজের শেষটাও হয়েছে কোনো থ্রিলার সিরিজের শেষ পর্বের মতো! ওভাল টেস্টে শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রান, ভারতের চাই ৪ উইকেট। দিনের প্রথম দুই বলে টানা বাউন্ডারি হাঁকিয়ে শেষ দিনের রোমাঞ্চে যেন পানি ঢেলেছিলেন জেমি ওভারটন! তবে পরের ওভারেই জেমি স্মিথকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান সিরিজজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা মোহাম্মদ সিরাজ।

আরও পড়ুনঃ  মাসুদরা কখনো ভালো হয় না : তমা মির্জা

পরের ১০ রান তুলতে আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। ফলে সমীকরণ দাঁড়ায় শেষ উইকেটে ১৭ রানে। তখন ভাঙা কাঁধ নিয়ে শেষ ব্যাটার হিসেবে মাঠে আসেন ক্রিস ওকস। তাকে আগলে রেখে এক প্রান্তে রান তোলার চেষ্টা করেন গাস আটকিনসন। তবে জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকতে আটকিনসনকে বোল্ড করেন সিরাজ। তাতে ৬ রানের জয় পায় ভারত। এই ম্যাচেই বল বিকৃতির অভিযোগ তুলেছেন সাব্বির।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে শহীদ রায়হানের কবরে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

তিনি বলেন, ‘আমার ধারণা ভারত বলে ভ্যাসলিন লাগিয়েছে। না হলে ৮০ ওভার হওয়ার পরেও বল এমন চকচকে থাকে কী করে। আম্পায়ারদের উচিত ওই বল গবেষণাগারে নিয়ে পরীক্ষা করা।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।