নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ৮:৪৭। ২৪ আগস্ট, ২০২৫।

বাংলাদেশে উডের সবচেয়ে প্রিয় পাওয়ার হিটার যিনি

আগস্ট ২৩, ২০২৫ ৯:২৭
Link Copied!

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে অন্য দেশের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে বাংলাদেশ। বিশেষ করে বড় শট খেলায় পুরুষ ও নারী উভয় দলের ক্রিকেটারদের দুর্বলতা স্পষ্ট। ফলে বড় শটে ভালো করতে পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে নেমেছে বিসিবি। বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিংয়ে বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উড। ইতোমধ্যে তিনি বাংলাদেশে কাজ শুরু করেছেন।

আরও পড়ুনঃ  "অন্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের জাকসু আইন নাই তাই আমাদের শূন্য থেকে শুরু করতে হচ্ছে"

বর্তমানে সিলেটে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন উড। সেখানেই আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। এ সময় তার কাছে বাংলাদেশে তার প্রিয় পাওয়ার হিটারের নাম জানতে চাওয়া হয়। এ সময় উড জাকের আলী অনিকের কথা জানান। গতকাল তার হাতে বিশাল হাতুড়ি দেখা গিয়েছিল।

এ নিয়ে উড বলেন, ‘বাংলাদেশে প্রিয় কে? সবাই একেকরকমভাবে ভিন্ন। একজনকে বেছে নিতে হলে জাকেরকে বেছে নিব। হি ইজ ডেঞ্জারাস। কোচ হিসেবে আপনাকে আউট অব দ্য বক্স ভাবতে হবে। আমি হাতুড়ি ব্যবহার করেছি, যেটা জাকেরের হাতে দেখেছেন। ওকে বুঝিয়ে দিচ্ছিলাম এটা কী কাজে ব্যবহার করতে হবে। তাকে দেখাচ্ছিলাম আমি এটা কী কারণে ব্যবহার করি।’

আরও পড়ুনঃ  বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

এছাড়া প্রো ভেলোসিটি ব্যাট নিয়ে উড বলেন, ‘এটা অন্যতম সেরা ব্যাটিং প্র্যাকটিস টুল। এটা আপনার সুইং ক্লিন করে, এটা ব্যাটের চেয়ে একটু ভারি। ৩ পাউন্ডের ওপরে। যখন আপনি ব্যান্ড করেন ১৫ পাউন্ডের চাপ তৈরি করে। এটা হাতের শক্তি বাড়ায়, সুইং আরও ভালো করে। খেলোয়াড়রা ইনস্ট্যান্ট ফিডব্যাক পায়। এটা দারুণ একটা টুল।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।