নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৩:২৫। ৩১ অক্টোবর, ২০২৫।

বাগমারায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অক্টোবর ৩০, ২০২৫ ৮:০৬
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।

এ সময় আলোচনায় অংশ গ্রহন করেন, সহকারি কমিশনার(ভুমি) মেহেদী হাসান পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামানিক, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক অহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য অফিসার আকতারুজ্জামান, বাগমারা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক আজিম, গণিপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. মনিরুজ্জামান রঞ্জু, কাচারী কোয়ালীপাড়া ইউনয়িন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোশারফ হোসেন, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল হোসেন, মাড়িয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম, যোগীপাড়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোহিদুল ইসলাম, বিএনপি নেত্রী অধ্যাপক রিনা, প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মাহাবুর রহমান, গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রবিউল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়রম্যানবৃন্দ, বিভিছন্ন দফতরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।