নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৯:১২। ২ অক্টোবর, ২০২৫।

বাগমারায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

অক্টোবর ২, ২০২৫ ৫:১২
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুল হকের সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধার সন্তান ফখরুল ইসলামের পরিচালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক আহম্মেদ খান।

আরও পড়ুনঃ  জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন আজ

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম, রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূরুল বাসার, মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান, ভবানীগঞ্জ পৌরসভা বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল।

আরও পড়ুনঃ  তানোরে পুজামণ্ডপ পরিদর্শনে বিএনপি মনোনয়নপ্রত্যাশী কেএম জুয়েল

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুব দলের সাবেক আহবায়ক আব্দুল মালেক মানিক প্রমুখ।

আরও পড়ুনঃ  ২০০ কর্মীকে চাকরিচ্যুত, ৪৯৭১ জনকে ওএসডি করল ইসলামী ব্যাংক

উক্ত অনুষ্ঠানে বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সেই সাথে ভবানীগঞ্জের চাঁনপাড়ায় সাবেক চেয়ারম্যান শহীদ সেকেন্দার আলীর নামে একটি রাস্তার নামকরণের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।