নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ২:৩১। ৮ জুলাই, ২০২৫।

বাগমারায় কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজে হচ্ছে এইচএসসি পরীক্ষা

জুলাই ৭, ২০২৫ ৭:২৩
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় এবার ১১ টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সোমবার কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা।

কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজ কেন্দ্রে হিসাববিজ্ঞান বিষয়ে ১৬৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। নকল মুক্ত পরিবেশে প্রতিটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুনঃ  "মাত্র ২ ঘণ্টায় হারানো মোটরসাইকেল উদ্ধার"

এদিকে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পাশাপাশি কাজ করছে কেন্দ্র সচিব অধ্যক্ষ মজনু মোহাম্মদ।

কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মজনু মোহাম্মদ বলেন, পরীক্ষার আগে থেকেই নির্দেশনা দিয়ে আসছে উপজেলা প্রশাসন। তিনি আরও বলেন, এখানে কেন্দ্র হওয়ার পর থেকেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। কেউ যেন অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকছি। একটি প্রতিষ্ঠান নিয়ে একটি কেন্দ্র। সে কারণে কঠোর নিরাপত্তার সাথে পরীক্ষা নেয়া হচ্ছে। কেউ যেন কেন্দ্র নিয়ে কোন প্রকার বিশৃঙ্খলা ঘটাতে না পারে।

আরও পড়ুনঃ  যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে হামলা করল ইসরায়েল

উক্ত কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা কাউসার আলী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, একটা প্রতিষ্ঠান নিয়ে একটি কেন্দ্র হওয়ায় সেখানে নজরদারির কোন কমতি নেই। কোন পরীক্ষার্থী যেন অসদুপায় অবলম্বন করতে না পারে সে কারণে প্রথম দিন থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মব সৃষ্টি করে লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

এবার বাগমারায় ১১টি কেন্দ্র অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।