হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিত হচ্ছে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা। উপজেলার তিনটি কেন্দ্রে এক যোগে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ভোকেশনাল এর নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা।
মঙ্গলবার অনুষ্ঠিত হয় গনিত বিষয়ের পরীক্ষা। কেন্দ্র ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এই নবম শ্রেণীর বোর্ড ফাইনাল পরীক্ষা হয়। বাগমারায় কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিত হচ্ছে নবম শ্রেণির ফাইনাল পরীক্ষা।
তিনটি কেন্দ্রের মধ্যে কাতিলা সবুজ সংঘ আদর্শ হাই স্কুল ও কলেজ কেন্দ্রে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৭ জন নবম শ্রেণীর গণিত বিষয়ের ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণ করে। নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন নবম শ্রেণীর বোর্ড ফাইনাল পরীক্ষা।
উক্ত কেন্দ্র উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি রয়েছেন সমবায় অফিসার কাউসার আলী। এছাড়াও উপজেলার ভবানীগঞ্জ কারিগরি ব্যবস্থাপনা কলেজ কেন্দ্রে দশটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৩৫৮ জন এবং হাট গাঙ্গা পাড়া কারিগরি বিএম কলেজ কেন্দ্রে ৩১৭জন নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণ করে। কাতিলা সবুজ সংঘ আদর্শ হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মজনু মোহাম্মদ বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, বাগমারায় তিনটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এসএসসি নবম শ্রেণীর বোর্ড ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

