নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। দুপুর ২:২০। ১০ আগস্ট, ২০২৫।

বাগমারায় চার দিন ব্যাপি ভ্রাম্যমান বই মেলার উদ্বোধন

আগস্ট ৭, ২০২৫ ৫:০০
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ব্যবস্থাপনায় ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে চার দিন ব্যাপি বই মেলা, চিত্রাংঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।

আরও পড়ুনঃ  গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গ্রেফতার ৪

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী লিটন মিয়া, তাহেরপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর আলিম বাবু, অধ্যাপক ওহিদুল ইসলাম।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

অনুষ্ঠানে ভবানীগঞ্জ সরকারি বালক ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আগামী ১০ আগষ্ট পর্যন্ত চলবে ভ্রাম্যমান বইমেলা।ওই দিন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভ্রাম্যমান বইমেলার আয়োজনে সহযোগী ছিলেন মিটলাইফ ফাউন্ডেশন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।