নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। দুপুর ১:০৪। ৬ জুলাই, ২০২৫।

বাগমারায় জাল নোটসহ দুই তরুণ গ্রেপ্তার

এপ্রিল ৯, ২০২৩ ৪:১২
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে লক্ষাধিক টাকার জাল নোটসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে। রোববার বেলা তিনটার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

আরও পড়ুনঃ  রাবিতে দরপত্র বাক্স খোলার আগেই ক্যালেন্ডার বিতরণ শেষ

গ্রেপ্তার দুজন হলেন- বাগমারার গোয়ালপাড়া গ্রামের ইমাম হাসান (২০) ও সুর্যপাড়া গ্রামের শিহাব ইসলাম (২১)। এদের কাছ থেকে ১ লাখ ১ হাজার ৫০০ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ রোববার

র‍্যাব জানায়, এরা জাল নোটের কারবারি। এদের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদেরও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।