হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ–২০২৫”।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, হামিরকুৎসা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন এলাকার হাজারো খেলাপ্রেমী দর্শক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগমারা উপজেলা শাখার নায়েবে আমির ডা. মোঃ আব্দুল বারী সরদার।
প্রধান অতিথি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় হবে। ইনসাব ভিত্তিক দেশ পরিচালনায় জামায়াত ইসলামীর বিকল্প নেই। জামায়াতে ইসলামী স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি করে। সঠিক উন্নয়ন চাইলে জামায়াত ইসলামীকে ক্ষমতার মানতে হবে। সেক্ষেত্রে তরুণদের ভূমিকা অপরিসীম। শুধু খেলাধুলায় না দেশ নিয়েও তরুণদের ভাবতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশিকুর রহমান আশিক, সেক্রেটারি রফিকুল ইসলাম সহ সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হামিরকুৎসা ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ আব্দুর রশিদ।
আয়োজক সূত্রে জানা যায়, স্থানীয় তরুণদের উৎসাহিত করা, ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।

