নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ৩:৪১। ২৫ মে, ২০২৫।

বাগমারায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মে ২৪, ২০২৫ ৫:৪২
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার প্রকল্প এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  ১৫৯টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করার দাবি রাশিয়ার

প্রশিক্ষণে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার আনিসুর রহমান, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, মিজানুর রহমান, শতফুল বাংলাদেশের মাহাবুবুল ইসলাম,কৃষি উদ্যোক্তা জান্নাতুন ফেরদৌস, মাশরুম চাষী শিল্পী বেগম।

আরও পড়ুনঃ  বাঘায় পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার

প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

আধুনিক পদ্ধতিতে কৃষির উৎপাদন বৃদ্ধির সহ কৃষকদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে এই প্রশিক্ষণ। এতে করে বিভিন্ন অঞ্চলের যে ফসল উৎপাদন করা হয়ে থাকে তার সঠিক ব্যবহার হবে। কৃষকরা যেন ভালো ফসল উৎপাদন করতে পারে সে বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।