হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের গঙ্গানারায়নপুর গ্রামে বিষাক্ত মদপানে মুঞ্জুরুল ইসলাম (৪০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত আছর আলী চৌকিদারের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মুঞ্জুরুল দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিল। কুমানীতলাসহ ওই এলাকায় সে মাদক সেবন ও কেনাবেচা করে। এর আগে সে পুলিশের হাতে একাধিকবার মাদকের দায়ে গ্রেফতার হয়। এলাকায় তাদের একটি মাদক সিন্ডিকেট রয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।
বাগমারা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, নিহত মুঞ্জুরুলের মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।