নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১২:১৫। ১৬ সেপ্টেম্বর, ২০২৫।

বাগমারায় সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জহুরুল আলম বাবুর মতবিনিময়

সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৮:২৩
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম বাবু বাগমারা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (১৫সেপ্টেম্বর) বিকেলে সভায় তিনি তাঁর শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবন ও ব্যক্তিজীবনের অভিজ্ঞতা তুলে ধরে কেন রাজনীতিতে আসছেন এবং নির্বাচিত হলে বাগমারার উন্নয়নে কী ধরনের কার্যক্রম গ্রহণ করবেন সে বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

জহুরুল আলম বাবু বলেন, সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর থেকেই মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা ছিল। রাজনীতির মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশা লাঘব করা যায় বলেই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলে যোগ দিয়েছি। যদি দল মনোনয়ন দেয় এবং জনগণ ভোট দিয়ে আমাকে বিজয়ী করে, তবে সর্বপ্রথম বাগমারায় চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেব। একই সঙ্গে বেকার যুবকদের কর্মসংস্থান, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।

আরও পড়ুনঃ  বাগমারার ভবানীগঞ্জে চালু হলো ইসলামিয়া চক্ষু হাসপাতাল

তিনি আরও বলেন, আমি সেনাবাহিনীতে চাকরি করা অবস্থায় শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হওয়ার কারণে আমার কাঙ্খিত পদোন্নতি হয়নি। বিএনপি’র গণতান্ত্রিক দর্শনে অনুপ্রাণিত হয়ে এ দলে যোগ দেন। জনগণ তাকে সুযোগ দিলে উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠায় বাগমারার মানুষের আস্থা অর্জনই হবে তাঁর মূল লক্ষ্য।

আরও পড়ুনঃ  জাকসু নির্বাচন, শহীদ রফিক-জব্বার হল সংসদের ভিপি মেহেদি, জিএস শরিফুল

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা নানা প্রশ্ন করেন এবং জহুরুল আলম বাবু সেসব প্রশ্নের জবাব দেন। তিনি বাগমারার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ  নাচোল থানায় ওপেন হাউসডে অনুষ্ঠিত

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, গনিপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা মাস্টার জয়নাল হক, আমজাদ হোসেন, কৃষকদল নেতা আব্দুল আলিম, জেহের আলী, মৎসজীবীদল নেতা শাহীন আলম, সাবেক উপজেলা যুবদল সভাপতি শহীদুজ্জামান মুকুল, যুগ্ম সাধারন সম্পাদক দুলাল উদ্দিন, আউচপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম মাস্টার, যুবদল নেতা শাহ আলম, ছাত্রনেতা জহুরুল ইসলাম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।